Dice War : Against COVID-19

কোয়ারেন্টাইনের এর সময়গুলো যেন শেষই হতে চায় না। সারাদিন ফোন, কম্পিউটার, ঘুম সাথে খাবার দাবার তো আছেই। কিন্তু এতেও যেন তৃপ্তি নেই। তবুও অনেক বিরক্তির স্বীকার হই আমরা অনেকে। এই সকল কিছু যেখানে আমাদের কাছে অত্যন্ত স্বাভাবিক বিষয়, সমাজের একশ্রেনীর কাছে তা বিলাসীতাই বলা চলে। পরিবারের মুখে খাবার তুলে দেয়ার চিন্তাই তাদের যেন তাদেরকে বিরক্তি থেকে দূরে সরিয়ে রাখে।

হোম কোয়ারেন্টাইনে বাসায় থাকতে থাকতে অতিষ্ট হয়ে যাওয়ায় আমাদের সর্বপ্রথম যে কথাটি মাথায় আসে কখন এই লকডাউন থেকে বের হবো। কিন্তু সেটা এই মুহুর্তে সম্ভব না হলেও সকলের সাথে একটু ভাল সময় কাটানোর একটু সুবর্ন সুযোগ করে দিয়ে Tour de Force আপনাদের জন্য নিয়ে এলো “Dice War: Against Covic-19”।

বর্তমানে অনলাইন লুডু খেলা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইনে এখন আমরা প্রায় সবাই কমবেশি এখন এই খেলা টা খেলে থাকি।এই গেমস টি খেলার মাধ্যমে যেমন আপনার ও উপকার হবে তেমনি আরও কয়েকজনেরও উপকার হবে। বাইরে ঘোরাঘুরির মন মানসিকতা থেকে সরে এসে আমরা নিজেদের একই সাথে অন্যদেরও নিরাপদ রাখতে সক্ষম হবো। তথায়, আপনাদের সকলের সহযোগিতা কাম্য।

বিঃদ্রঃ এই আয়োজনে প্রাপ্ত সকল অর্থ সরাসরি সুবিধাবঞ্চিতদের সাহায্যের জন্য ব্যয় করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *